বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজাহারুল ইসলাম সুপ্রিম কোর্ট থেকে বেকসুর খালাশ পাওয়ায় দীর্ঘ ১৫ বছর পর তার নিজ এলাকা রংপুরের বদরগঞ্জ-তারাগঞ্জ উপজেলায় আগমন উপলক্ষ্যে সর্বস্তরের মানুষ উজ্জীবিত হয়ে উঠেছে।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তারাগঞ্জ উপজেলার স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং দুপুর ২টায় বদরগঞ্জ উপজেলার স্থানীয় শাহাপুর মাঠে শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে।
তারাগঞ্জ উপজেলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং বদরগঞ্জ উপজেলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজাহারুল ইসলাম। এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানী, রংপুর মহানগরী শাখার সেক্রেটারি একেএম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ এনামুল হক, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, সেক্রেটারি মুহাম্মদ মিনহাজুল ইসলাম প্রমুখ।
মঙ্গলবার সরেজমিন বদরগঞ্জ পৌর শহরে গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলার নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম জানান, দীর্ঘ দেড় দশক পর এটিএম আজাহারুল ইসলাম ভাই তার নিজ এলাকায় ফিরে আসছেন। এ উপলক্ষ্যে ইতোমধ্যে বদরগঞ্জ পৌরসভা এলাকার বালুয়াভাটা এলাকায় তার নিজ বসভবন দীর্ঘদিন পরিত্যাক্ত থাকায় এসবের প্রয়োজনীয় আধুনিকায়ন ও সংস্কার করা হয়েছে।