চকরিয়া সংবাদদাতা: চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণ সভা ও বার্ষিক বনভোজন আয়োজনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চকরিয়া পৌরসভার অভিজাত রেস্টুরেন্ট ধানসিঁড়ি কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়া পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি এম. আলী হোসেন। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল মজিদ, সিনিয়র সাংবাদিক বশির আল মামুন, একেএম বেলাল উদ্দীন, মোহাম্মদ আব্দুল মতিন, আলী হায়দার, জহিরুল ইসলাম, মোহাম্মদ ফরিদ বাবুল, জহিরুল আলম সাগর, শাহরিয়ার মাহমুদ রিয়াদ, মো. আরফান চৌধুরী, শাহজালাল, শাহেদ, রুহুল কাদের, নজরুল ইসলাম, আরফাত সানি, মো. রিদওয়ান, কফিল উদ্দীনসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ মহান স্বাধীনতার শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি প্রেসক্লাবের উন্নয়নমূলক কার্যক্রম ও বার্ষিক বনভোজন আয়োজন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
গ্রাম-গঞ্জ-শহর
চকরিয়া প্রেসক্লাবে বিজয় দিবসের আলোচনা সভা
চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণ সভা ও বার্ষিক বনভোজন আয়োজনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition