পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ে সাড়ে সাত হাজার শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব শুরু হয়েছে।
গত ১৩ ডিসেম্বর জেলার বোদা উপজেলার তেপুকুরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে চত্বরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এই শীত আনন্দ উৎসব উপহার শুরু হয়।
অনুষ্ঠানে বোদা উপজেলার ১৮ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৯শ ১৪ জন শিশু শিক্ষার্থীর হাতে উপহার শীতবস্ত্র (হুডি) ও স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক, স্থানীয় সরকার (যুগ্ম সচিব) মোহাম্মদ আবু জাফর।
এসময় এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিডেটের ডিরেক্টর মজনু মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে, বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস আলী,পঞ্চগড় চেম্বারের পরিচালক রায়হানুল আলম প্রধান (রিয়েল), পঞ্চগড়ের সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এ্যাডভোকেট আহসান হাবিব সরকারসহ অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ। পর্যায়ক্রমে পঞ্চগড় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরো ৫ হাজার ৭শ জনের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ শিশুদের হাতে উপহার তুলে দেয়া হবে।
শিশুস্বর্গফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ জানান, শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর উদ্যোগে পঞ্চগড়ের ৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার ৫ শ জন শিক্ষার্থী নিয়ে এই শীত আনন্দ উৎসব শুরু হয়েছে।