মাদক কারবারি আটক
দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আলোচিত মাদক কারবারী মো. আব্দুল মান্নান (৫৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার হরিপুর ফরাজিকান্দি গ্রামের মৃত সফর আলীর ছেলে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ভাওরখোলা ইউনিয়নের ৮০ মিটার ব্রিজ এলাকা থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে, উপজেলা থেকে ভাটেরচরগামী পাকা সড়ক ও ভাওরখোলাগামী পাকা সড়কের সংযোগস্থলে অভিযানটি পরিচালনা করা হয়।পুলিশ সূত্র জানায়, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) মো. মকবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে রাস্তার ওপর থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার আটশ টাকা উদ্ধার করা হয়।এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় এএসআই মো. রাসেল মিয়া বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নানের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মনোনয়ন ফরম জমা
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইলÑ২ (গোপালপুর –ভূঞাপুর) আসনে মনোনয়ন ফরম দাখিল করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর।
সোমবার(২৯ ডিসেম্বর) বিকেলে টাংগাইল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ মনোনয়ন ফরম দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার, ভূঞাপুর উপজেলা আমির মোঃ আব্দুল্লাহ আল মামুন, ঝাওয়াইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবু হানিফ প্রমূখ।
যুবলীগ নেতা গ্রেফতার
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে পৌর যুবলীগের সদস্য রিপন মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের খালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। রিপন মিয়া পুষ্টকামুরী খালপাড়ার মরহুম দুদু মিয়ার ছেলে।
আলোচনা সভা
হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : “স্বাস্থ্য বিধি মেনে চলি,আনন্দময় জীবন গড়ি” এই স্লোগানকে সামনে নিয়ে মানিকগঞ্জে প্রজনন স্বাস্থ্য অধিকার, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং পরিবেশগত স্বাস্থ্য সম্পর্কে নারী ও কিশোরীদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বেউথা আরব ভবন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এর সহযোগীতায় জেলা কিশোরী উন্নয়ন ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন। তিনি প্রজনন স্বাস্থ্য অধিকার, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং পরিবেশগত স্বাস্থ্য বিধিসহ বিভিন্ন বিষয় সম্পর্কে নারী ও কিশোরীদের অবহিত করেন।
যৌথ বাহিনীর বিশেষ অভিযান
আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে যৌথবাহিনী নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ মহড়া পরিচালনা করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার বড়দল ও গোয়ালডাঙ্গা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার এ মহড়া পরিচালনা করেন।
মহড়া পরিচালনাকালে বড়দল ও গোয়ালডাঙ্গা বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদেরকে দোকানে দাহ্য পদার্থ পেট্রোল,অকটেন,ডিজেল, কেরোসিন,গ্যাস সিলিন্ডার ও অ্যালকোহল জাতীয় দ্রব্য লাইসেন্স বিহীন বিক্রী না করার জন্য বলেন। এছাড়া প্রত্যেক দোকানদারকে মূল্য তালিকা টানানো,মোটর সাইকেল চালকদের লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল না চালানোর কথা বলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার
নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান। এ সময় থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান ও আশাশুনি ক্যাম্পের সেনা সদস্য উপস্থিত ছিলেন।
ইয়াবাসহ চট্টগ্রামের ৩ যুবক গ্রেপ্তার
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের বিশেষ চেকপোস্টে একটি প্রাইভেটকার থেকে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনই চট্টগ্রাম জেলার বাসিন্দা।
সম্প্রতি আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলী আরমান (২৬), উৎপল দেব (১৯), সাইদ ইসলাম সারার (২০) পুলিশ জানায়, গত বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাওসারের নেতৃত্বে পুলিশের একটি দল মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার আনুমানিক ১০০ গজ পশ্চিমে ঢাকাগামী লেনে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি টয়োটা প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা তিন যুবককে গ্রেপ্তার করা হয়।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা মাদক ব্যবসার উদ্দেশ্যেই এই ইয়াবা বহন করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নতুন বই বিতরণ
চকরিয়া সংবাদদাতা: চকরিয়ার ইসলামনগরস্থ মাদ্রাসা হযরত ওসমান বিন আফফান (রা.) এর শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বছরের নতুন বই। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আবদুর রউফ মনছুরের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাওলানা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শিক্ষা পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষকদের মধ্যে মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আনসারুল করিম, মাওলানা শাহেদ হোসাইন, মাওলানা শাকের, অভিভাবকদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা সদস্য এখলাছুর রহমান ও বিশিষ্ট সমাজসেবক আবদুল আলীমসহ অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষার্থীরা। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের নতুন বই তুলে দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকসহ উপস্থিত অতিথি ও শিক্ষকবৃন্দ।
বার্ষিক ফলাফল প্রদান
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : গত ৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার) হেরার আলো ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি’র (নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা) ২০২৫ সেশনের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আবু রাসেল আসকারী’র সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মাওঃ এম মিরাজ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব ইসরাইল আশেক মাকফুর, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক মাওঃ: আনোয়ারুল ইসলাম, হেরার আলো ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি’র সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাষ্টার আকবর হোসেন, এম জে এফ নলতা, কালিগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব আজহারুল ইসলাম, হাফেজ মাও: রজব আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মণ্ডলী।
সড়ক দুর্ঘটনায় দুইজন হতাহত
খুলনা ব্যুরো : খুলনায় মোটর সাইকেলের ধাক্কায় মন্টু শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক জিম গুরুতর আহত হয়েছেন। সম্প্রতি নগরীর দৌলতপুর থানাধীন মিনাক্ষী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্টু শেখ আড়ংঘাটা থানাধীন দক্ষিণ পাড়ার বাসিন্দা মোসলেম শেখের ছেলে।
দৌলতপুর থানার এসআই জাকিরুল ফিরোজ জানান, সকাল ১০টার দিকে মন্টু শেখ মিনাক্ষী সিনেমা হলের পাশে ওয়াল্টন প্লাজার সামনে তার ইজিবাইক রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে রোড ডিভাইডারের সঙ্গে মাথায় আঘাত পান।
মোবাইল কোর্টে অর্থ জরিমানা
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা: মানিকগঞ্জের শিবালয়ে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হাইওয়েতে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সম্প্রতি শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড ও মহাদেবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শিবালয় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে পৃথক দুটি মামলার একটিতে ৩ হাজার ও হাইওয়ে পুলিশ কর্তৃক মেশিনের মাধ্যমে ১৩ হাজার টাকা মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
দুই মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় রংপুর -ঢাকা মহাসড়কের ফাঁসিতলা বাজারের ব্র্যাক অফিস সামনে বৃহস্পতিবার রাত ১১টার সময় আল আমিন (৫০) ও জনি মিয়া (৪০) নামের মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিঘতরা হলেন- পৌরসভার বুজরুক বোয়ালিয়া মৌজার দূর্গাপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ও জনি মিয়া উপজেলার নাকাই ইউনিয়নের মালিনিপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে উঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আল আমিন ও জনি নামে দুই মোটরসাইকেল আরোহী নিঘত হয়। দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আঘত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই নিঘতদেও লাশ উদ্ধার করা হয়েছে। আঘতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।