হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হাটহাজারীতে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান বজায় রেখে অভিযানে নেমেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায় পাহাড় কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান।

অভিযানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোঃ কায়েছকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ২ লাখ টাকা অর্থদ- ও ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি মাটি বহনকারী পিকআপ ভ্যান জব্দ করা হয়।

দ-প্রাপ্ত ব্যক্তি— মোঃ কায়েছ, পিতা: মহরম আলী, ঠিকানা: আবদুর রহমান টেন্ডলের বাড়ি, কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।

অভিযান চলাকালে পাহাড় কাটায় জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় সংগ্রহ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি পরিবেশ অধিদপ্তরে প্রেরণ করা হবে। উপজেলা প্রশাসন জানায়, পাহাড় ধ্বংস, ভূমিধস প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতি বজায় রাখা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।

স্থানীয়রা প্রশাসনের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, অবৈধ পাহাড় কাটা দ্রুত বন্ধ হবে।