গতকাল ১৬ জুলাই বুধবার সকাল এগারোটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। থানা আমীর আলী আক্কাস সাহেবের সভাপতিত্বে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নারায়ণগঞ্জ মাহানগর আমীর মাওলানা আবদুল জব্বার।

সভায় প্রধান অতিথি বলেন, আমাদের জীবন ধারণের জন্য অক্সিজেন হলো অপরিহার্য উপাদান। যা শুধুমাত্র গাছ থেকেই পাওয়া যায়। কিন্তু বর্তমানে দিন দিন গাছের পরিমাণ কমে যাচ্ছে। যেখানে আগে খালি জায়গায় গাছ ছিলো সেখানে এখন গাছ কেটে বিল্ডিং তৈরি হচ্ছে। কিন্তু যেই পরিমান গাছ কাটা হচ্ছে সেই পরিমাণ গাছ লাগানো হচ্ছে না। এতে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। ভারসাম্য ফিরিয়ে আনতে হলে, অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য সবুজ নির্মল করার জন্য নির্মল বাতাসের জন্য আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। তা নাহলে সুস্থ দেহ সুস্থ মন নিয়ে আমরাও বাঁচতে পারবোনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মও বাঁচতে পারবেনা। শুধু গাছ লাগালেই হবে না এটিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে হবে।

আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে প্রত্যেক ভাই এবং বোন অন্তত্য দুইটি করে গাছ লাগানো। আল্লাহর কাছে শুকরিয়া যে এই জুলাই মাসে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি। কিন্তু গত জুলাই মাসে কিন্তু আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারিনি। তখন সারা দেশে গণহত্যা চলিয়েছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার।

আজকের এই বৃক্ষরোপণ যেন আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। পাড়ায় মহল্লাহ যেখানেই সুযোগ হয় আপনারা বৃক্ষরোপণ করবেন অন্যদের কে বিতরন করবেন। এবং যেটা রোপণ করবেন সেটা যেন বেঁচে থাকে সে দিকে খেয়াল রাখবেন এবং গাছের পরিচর্যা করবেন। উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা নায়েবে আমীর মাওলানা হাবিবুল্লাহ, থানা সেক্রেটারি শহিদুল ইসলাম, সিদ্ধিগঞ্জ উত্তর থানা সেক্রেটারী কামরুল ইসলাম রিপন প্রমুখ।