পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন এবং সড়ক আইন অমান্যের বিরুদ্ধে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কৈশোবপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। অভিযানকালে অবৈধভাবে নদী ও আবাদি জমি ক্ষতিগ্রস্ত করে বসানো ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একই সঙ্গে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে দুইজনকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
এসময় পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, “জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও সড়ক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।”