আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি ও চট্টগ্রাম মহানগরীর শূরা সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ আজ সকালে বাসায় হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে আহত হয়ে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক খোঁজখবর নিতে শুক্রবার চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনূস, চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, পাঁচলাইশ থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি তাওহিদ আজাদ প্রমুখ।
নেতৃবৃন্দ প্রফেসর ড. আবু বকর রফিক আহমদের শয্যা পাশে কিছুক্ষণ সময় অবস্থান করেন। এবং তাঁর আশু সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করেন।