এ মাসের পবিত্রতা ও রক্ষা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি
কক্সবাজারের রামু উপজেলা জামায়াতের উদ্যোগে মাহে রমযানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে স্বাগত মিছিল বের করেছে নেতাকর্মীরা। এ মিছিল মহাসড়ক থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামু বাস স্টেশনস্থ চৌমুহনী চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন রামু উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মুহাম্মদ হাসান। পরে তিনি সমাবেশের সভাপতিত্ব করেন। রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আবু নাঈম মুহাম্মদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক ও জামায়াত নেতা মুহাম্মদ সোহরাব হোসেন। এসময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা- সিয়াম সাধনার মাস রমযানে আল্লাহ ভীরুতা অর্জনের আহ্বান জানিয়ে বলেন, মাহে রমযানের পবিত্রতা রক্ষার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ এবং এর আলোকে পরিবার ও রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
ফুলপুর (ময়মনসিংহ): রমযানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে শুক্রবার বিকালে ফুলপুরে জামায়াতে ইসলামীর মিছিল হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: গোলাম কিবরিয়া, জামায়াত নেতা জাকির হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুল কাদির, আজিজুল ইসলাম প্রমুখ।
গাইবান্ধার : সাদুল্লাপুরে রমযানকে স্বাগত জানিয়ে মাহে রমযানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ের রাখার দাবিতে স্বাগত র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখা।
পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমনের নেতৃত্বে এ র্যালি বের করা হয়।
রাজৈর (মাদারীপুর): রমযানকে স্বাগত ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি রাজৈর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে থানার মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন রাজৈর পৌর আমীর শেখ মোশাররফ হোসেন, উপজেলা আমীর অধ্যাপক আলী আহম্মদ আকন, নায়েবে আমীর মাস্টার নজরুল ইসলাম খান, সেক্রেটারি কাজী নজরুল ইসলাম ।
শৈলকুপা ঝিনাইদহ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার জামায়াতের আয়োজনে ১৪ ইউনিয়ন ও পৌরসভার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার নতুন বাজারে এ কর্মী ও সুধী সমাবেশে শৈলকুপা পৌর শাখার আমির মাওলানা মোঃ তোরাবুল ইসলামের সভাপতিত্ব এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আমির আলী আজম মোঃ আবু বক্কার বলেন, কুরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য ইসলামের দাওয়াতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তাহলেই দ্বীনের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
বরগুনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে শহরের টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মোঃ মহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এড. মুয়াযযাম হোসাইন হেলাল, বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবার, বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে এম ফকরুদ্দীন খান দায়ী, ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য ডা. সুলতান আহমেদ প্রমুখ।
ধোবাউড়া : ধোবাউড়ায় জামায়াতে ইসলামী মিছিলের আয়োজন করেছে। গত বৃহস্পতিবার ধোবাউড়া মোহাম্মাদিয়া দাখিল মাদরাসায় নেতাকর্মীরা একত্রিত হন। মিছিলের শুরুতেই বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলার ৭ ইউনিয়নের সভাপতি বৃন্দ, বক্তৃতায় নেতারা সরকারের প্রতি আহ্বান রাখেন সিন্ডিকেটের কারণে যেন দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি না হয় এবং সকল মুসলিমদের প্রতি আহ্বান রাখেন রমযানের পবিত্রতা বজায় রাখতে । সেখান থেকে প্রাথমিক বক্তব্য শেষ করে মিছিল শুরু করে। ধোবাউড়া সরকারি হাসপাতাল হয়ে ধোবাউড়া উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে মিছিল শেষ হয় ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদরাসায়।
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফুলপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলপুরে মাহে রমযানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জাকির হোসেন, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আতিকুর রহমান, সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম, আঃ আজিজ, মোঃ ফরিদ মিয়া, সিরাজুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নেতৃবৃন্দরা পবিত্র মাহে রমযান উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ যেন খোলা না থাকে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে প্রশাসনের ব্যবস্থা নেয়ার দাবি জানান।