বাগেরহাট সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থানে বাগেরহাটের শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করে তার পরিবারের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল ৯ জুলাই (বুধবার) জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল বাগেরহাট জেলার সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বুলবুল কবিরের পুত্র শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করেন ও তার পরিবারের লোকদের সাথে কুশলাদি বিনিময় করেন।জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের সাথে এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্ম পরিষদ সদস্য মনজুরুল হক রাহাদ,সদর উপজেলা আমীর মাওলানা ফেরদাউস আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা লিয়াকাত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে জেলা আমীর মাওলানা রেজাউল করিম বলেন ‘শহীদেরা আমাদের প্রেরণার উৎস, তাদের আত্মত্যাগ এ জাতি কখনোই ভুলবে না। শহীদের রক্তের উপর দিয়েই এ দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে।’

প্রসঙ্গত জুলাই গণঅভ্যুত্থানে যখন দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন ছড়িয়ে পড়ে শহীদ আলিফ আহমেদ সিয়াম তখন ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় তার পরিবারের সাথে অবস্থান করছিল।সিয়াম দশম শ্রেণীর একজন ছাত্র ছিল। সিয়াম প্রতিদিনই বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের সাথে রাজপথে আন্দোলনে নামতো।

০৫ আগস্ট’২৪ গণভবন অভিমুখে ছাত্র জনতার যাত্রা শুরু হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র-জনতার সাথে সিয়াম যোগ দেয়। ছাত্র-জনতার উক্ত মিছিলে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। দুপুর আড়াইটার দিকে সিয়ামের মাথায় পুলিশের গুলী বৃদ্ধ হয়ে সে মারাত্মক আহত হয়।স্থানীয় জনতা তাকে সাভার এনাম মেডিকেলে নিয়ে ভর্তি করলে সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ০৭ আগস্ট সিয়াম শাহাদাত বরণ করে। পরবর্তীতে তার লাশ বাগেরহাটে গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।