গাজীপুরের জয়দেবপুরে নাশকতার চেষ্টাকালে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকার জনৈক আজিমের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নোমান আহমেদ (২৪), একই ইউনিয়নের ছাত্রলীগ দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ (৩২)। তারা তিনজনই গাজীপুর জেলার জয়দেবপুর থানার বানিয়ারচালা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে নাশকতায় ব্যবহারের জন্য প্রস্তুত পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে পেট্রোল ৩০০ মিলিলিটার, দুটি খালি বোতল এবং সাদা প্লাস্টিকের তিনটি চিকন পাইপ।

গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। তারা এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, এলাকায় এ ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক সংগঠনের নামে নাশকতা সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।