দৈনিক সংগ্রাম এর মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী বলেছেন, আল্লাহর রহমত ও আপনাদের সহযোগীতায় দৈনিক সংগ্রাম সংগ্রাম করে টিকে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এটি একটি মাইলফলক। যারা সংগ্রাম করে টিকে থাকে তারা জীবনে সফলা লাভ করে। তিনি বলেন, বিগত সময়ে দৈনিক সংগ্রাম সরকারের নানাভাবে বৈষম্যের স্বীকার হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে মুক্তিযুদ্ধের ব্যানারে জয় বাংলা মিছিল সহকারে পত্রিকার প্রধান কার্যালয় এবং খুলনা অফিস ভেঙে তছনছ করে দেয়। এমনকি মানসিক হেনস্থা ও মিথ্যা মামলা দিয়ে দেশের বয়োবৃদ্ধ কবি ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে জেলেও পাঠানো হয়েছিল। তবুও সংগ্রাম আপনাদের সহযোগীতায় তার যাত্রা অব্যাহত রেখেছে। দৈনিক সংগ্রাম মানুষের কাছে তার সত্যের বাণী পৌঁছে যাবে। তিনি বলেন, ‘আপনারা জীবনের ঝুঁকি নিয়ে রোদ, বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা উপক্ষো করে কাজ করেন কিন্তু পিছপা হন না। অনেক প্রতিকূলতার পরও আপনারা পাঠকের কাছে দৈনিক সংগ্রামকে পৌঁছে দিয়েছেন এবং দিচ্ছেন- এ জন্য আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা। সমাজকে এগিয়ে নিতে সংবাদপত্র এজেন্ট এবং হকার্সদের অগ্রণী ভুমিকা পালন করার আহবান জানান। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে নগরীর আহসান আহমেদ রোডস্থ ঐতিহ্যবাহী ক্যান্টন চায়নিজ রেস্টুরেন্টে দৈনিক সংগ্রাম এর উদ্যোগে পত্রিকার এজেন্ট এবং খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পত্রিকার সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক, বিজ্ঞাপন ম্যানেজার মো. আসহাবুর রহমান আফতাব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
বক্তৃতা করেন খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি মোহাম্মদ পরশ মৃধা ও আব্দুল বারেক মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, কোষাধাক্ষ মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক বাবুল হাওলাদার বাবু, প্রচার সম্পাদক ইমরান শিকদার, অসীম বৈরাগী, নয়ন, আইয়ুব, সাইদুল, তারেক, রুহুল আমিন, সেলিম জাহাঙ্গীর প্রমুখা। পরে তিনি মতবিনিময়ে উপস্থিত এজেন্ট এবং হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দের বিভিন্ন পরামর্শ নেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মতবিনিময় সভায় স্থানীয় হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ এবং এজেন্টবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নৈশভোজ অনুষ্ঠিত হয়।