দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস-চেয়ারম্যান শিক্ষাবিদ উপাধ্যক্ষ মো. আব্দুশ শাকুর বলেছেন, যুগোপযোগী জ্ঞানার্জন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। জ্ঞান-বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে মাদরাসার শিক্ষার্থীদের চেষ্টা জোরদার রাখতে হবে। নৈতিক অবক্ষয় রোধে প্রযুক্তির অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। কেননা এই কারণে অনেক শিক্ষার্থীর পড়াশুনা, চলাফেরা কিংবা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তিনি গতকাল রোববার দুপুরে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেট আয়োজিত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শাখা ইনচার্জ (ভারপ্রাপ্ত) মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি, প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরী ও শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজার সিলেটের অধ্যক্ষ গোলাম রব্বানী।
তিনি আরও বলেন, সুশিক্ষা ছাড়া ছাত্রসমাজের নৈতিক উন্নতি আশা করা যায় না। তাই ধর্মীয় চর্চা তথা কুরআন, হাদীস-সুন্নাহ'র আলোকে জীবনকে সাজাতে হবে। মা-বাবা, শিক্ষক ও বড়দের সাথে সম্মানজনক আচরণে অভ্যস্ত হতে হবে। নিজেদেরকে মুসলিম হিসেবে তৈরি করতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামেয়া নাজিরেরগাঁও শাখার শিক্ষক যথাক্রমে উবায়দুল হক, খোরশেদ আলম মহসিন, শাহীন আলম, হানিফ হোসাইন, শেখ মো. ইউনুছ আলী, সিদ্দিকুর রহমান, আজিজুর রহমান, আলা উদ্দীন, মেহেদী হাসান, ইমরান আহমদ, হোসাইন আহমদ, আমীর হোসাইন ও কায়েস আহমদ প্রমুখ।
শুরুতে কুরআন তিলাওয়াত করে শিক্ষার্থী হাফিজ আইমান ও ইসলামী সংগীত পরিবেশন করে জাবের আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে জাহেদুর রহমান চৌধুরী বলেন, হীনমন্যতা নয় মাদরাসা শিক্ষার্থী হিসেবে নিজেকে নিয়ে গৌরব করা উচিৎ। নিজেদেরকে আলেমেদ্বীন, মুফাসসিরে কুরআন, মুহাদ্দিস কিংবা দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে হবে। অধ্যক্ষ গোলাম রব্বানী বলেন, ছাত্রজীবনকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে সুশৃঙ্খল জীবনযাপন করা জরুরি। নিয়মিত পড়াশুনা করা, ক্লাসে উপস্থিতির বিষয়ে গুরুত্বারোপ করতে হবে। মনে রাখতে হবে পরিশ্রম ছাড়া সাফল্য আসে না।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, পরিকল্পনার আলোকে প্রচেষ্টা ও পরিশ্রম অব্যাহত রাখলে প্রিয় শিক্ষার্থীদের মধ্য থেকে আগামীর যোগ্য শ্রেষ্ঠ নেতৃত্ব বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। সার্বিকভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। অভিভাবক, শিক্ষক ও শুভাকাক্সক্ষীদের প্রত্যাশা এবং নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে সিরিয়াস থাকতে হবে।