শার্শা (যশোর) সংবাদদাতা ঃ- যশোরের বেনাপোল হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বেনাপোল নামচার্য শ্রী শ্রী ব্রম্ম্র হরিদাস ঠাকুরের পাটবাড়ী আশ্রম এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন যশোর ১ শার্শা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক বিএনপি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বেনাপোল হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রম এর সভাপতি বাবু তাপস কুমার বিশ্বাস। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজেম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সহ সভাপতি মোঃ শাহাবউদ্দিন, শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দিন আহম্মেদ, সাবেক প্রচার সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইসাহক মিয়া, বিএনপি নেতা আব্দুর সবুর শেখ, বেনাপোল হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রম এর সাধারন সম্পাদক শ্যামল কুমার দাস, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিসদের সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস, সাধারন সম্পাদক নীল কমল সিংহ, বেনাপোল হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রম এর মহারাজ মাধব দাস বাবাজী সহ বিএনপি, যুবদর ও ছাত্রদল নেতা কর্মি প্রমুখ।