কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
কুষ্টিয়া সংবাদদাতা : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. শামিমুল হাসান অপুর সঞ্চালনয় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে দৈনিক সময়ের কাগজের সম্পাদক আবু বক্কর, এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখসহ জেলায় কর্মকর্ত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি লুৎফর রহমান কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুন্নবী বাবু, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকি, ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকর, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম লিটন উজ জামান প্রমুখ ।
কমলগঞ্জে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার): সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।
সাংবাদিক নির্মল এস পলাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা
জয়পুরহাট সংবাদদাতা: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে মারাত্মকভাবে আহত করার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলার সাংবাদিকরা। শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, সাহাবুদ্দিন, আব্দুল আলিম ও মোয়াজ্জেম হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দরা ।
ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ প্রেস ইউনিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শহরের পায়রা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিশেষ ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি মো. সাহিদুল এনাম পল্লব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদসহ সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
গাইবান্ধা সংবাদদাতা: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা প্রেসক্লাব সংলগ্ন ডিবি রোডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের প্রধান উপদেষ্টা কে.এম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সিনিয়র সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, রিক্তু প্রসাদ, লাল চান বিশ্বাস, সময় টিভির এসএম বিপ্লব ইসলাম, প্রতিদিনের কাগজের প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন, সাংবাদিক জান্নাতুল ইসলাম নাঈম, শাহীন নূরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাভেদ হোসেন।
পলাশবাড়ী, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক মোঃ শাহ আলম সরকার এবং সঞ্চালনা করেন পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাপুল সরকার, সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম সংবাদদাতা মোঃ ফেরদাউছ মিয়া, সাইদুর রহমান মাস্টার, খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম সম্পাদক মোঃ মশফিকুর রহমান মিলটন, প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, দৈনিক করতোয়া প্রতিনিধি ছাদেকুল ইসলাম রুবেল, বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কবির, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বৈশাখী টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি এসএম বিপ্লব, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান নিক্সন, দৈনিক সোনালী কণ্ঠ প্রতিনিধি সাগর সরকার মিনুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বাগমারা প্রেসক্লাবের মানববন্ধন
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকরা।
গতকাল শনিবার বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ নিউমার্কেটের সামনে মানববন্ধনের আয়োজনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। মানববন্ধনে বক্তব্য দেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ , সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, ইউসুফ আলী, আলতাফ হোসেন, আবু বাক্কার সুজন, আলমগীর হোসেন প্রমুখ।