কিডনি দিবস পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) ‘কিডনি রোগ জীবননাশা- প্রতিরোধই বাঁচার আশা’ এই স্লোগানে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক কিডনি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

অধ্যাপক ডাঃ এম এ সামাদ সভাপতিত্বে এর র‌্যালিটি বাসস্ট্যান্ড এলাকায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালইসিস সেন্টারের সামনে সমাবেশ করে। র‌্যালিতে ক্যাম্পাস কিডনি এন্ড ডায়ালইসিস সেন্টারের মেডিক্যাল অফিসারসহ প্রশাসনিক কর্মকর্তারা ও সচেতনতামূলক সুশীল সমাজের মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে পথচারীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।

কর্মশালা অনুষ্ঠিত

রংপুর অফিস : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘মিশন ও ভিশন নির্ধারণ’ বিষয়ক কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী।

এ সময় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে রাখার জন্য মিশন ও ভিশন খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে এই বিশ্ববিদ্যালয়কে আমরা কোন অবস্থানে দেখতে চাই,তা নির্ধারন করে দেবে মিশন ও ভিশন। উপাচার্য বলেন, গুণগত উচ্চ শিক্ষা, মানসম্পন্ন গবেষণা ও নতুন নতুন উদ্ভাবন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ সহজ করে দেয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মানব্বন্ধন

কক্সবাজার দক্ষিণ : ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ কাজ দ্রুত করার দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানব্বন্ধন করেছে কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

১৩ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১২টায় কক্সবাজার মেডিক্যাল কলেজের কনফারেন্স রুমে এই সাংবাদিক সম্মলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেডিক্যাল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী ডা. আসিবুল হক। মেডিক্যাল শিক্ষার্থীদের দাবি- কক্সবাজার মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পর থেকেই অবহেলার শিকার হয়ে আসছে। প্রতিষ্ঠার প্রায় ৮ বছর পর স্থায়ী ক্যাম্পাস পেলেও ক্যাম্পাস সংলগ্ন হাসপাতাল নির্মাণ কাজ বিগত ১৭ বছরেও সম্পন্ন হয়নি। ফলে শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৮ কিলোমিটার দুরে অবস্থিত পুরোনো কক্সবাজার সদর হাসপাতালে গিয়ে প্র্যাক্টিস করতে হয়। এর ফলে শিক্ষার্থী ও রোগী সাধারণের ভোগান্তি দিনদিন বেড়েই চলছে।

মানববন্ধন

জৈন্তাপুর (সিলেট) : সিলেটের জৈন্তাপুরে সারাদেশের ন্যায় জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন।

১৩ই মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালন করেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, কর্মচারী গন। এনআইডি সংরক্ষণ করুণ,ভোটার তালিকা রক্ষা করুণ, গণতন্ত্র নিশ্চিত করুণ এই স্লোগানকে সামনে রেখে সকাল ১১ ঘটিকা হতে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অফিসে সকল সেবা কার্যক্রম বন্ধ রেখে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলায় আমরা তা পালন করেছি। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর লাবিব আহমেদ, মাঈনুল ইসলাম খান, ফাহিম আহমেদ। প্রেস ব্রিফিং

লালমনিরহাট

লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-১৫ মার্চ ২০২৫ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টায় সিভিল সার্জন অফিস লালমনিরহাট এর সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস লালমনিরহাটের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

মানববন্ধন

আশাশুনি : দেশ ব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার(১৩মার্চ) বেলা ১১ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

টিকা কার্ড হস্তান্তর

ফুলবাড়ী, দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কর্তৃক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ইপিআই টিকা কার্ড হস্তান্তর করেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মোঃ ছামেদুল ইসলাম এলাকার জনসাধারণরে সুবিধার্থে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ১হাজার ইপিআই টিকা কার্ড হস্তান্তর করেন।