নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অগ্নিকান্ডে নিহত হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী। দলটি নিহতেদের পরিবারকে একটি নতুন ঘর তৈরি করে দেন। গতকাল সকালে আনুষ্ঠানিক ভাবে নিহতদের পরিবারের কাছে এই ঘর হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ হাতিয়া জামায়াতের এমপি পদপ্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার বোরহানুল ইসলাম, বুড়িরচর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আশ্রাফ, ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা দক্ষিণ সভাপতি আশিকুল ইসলাম, হাতিয়া আদর্শ থানা সেক্রেটারি আবদুল ওহাব বাবুল ও নিহতদের পরিবারের সদস্য কেসব দাস।

উপজেলার বুডিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা নামে এক দম্পতি নিহত হয়েছেন। এই ঘটনায় তাদের ৭টি গরু আগুনে পুড়ে মারা যায়। গত (৩১ জানুয়ারি) রাত তিনটার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালি গ্রামের মুনদা বাড়িতে এ দূর্ঘটনা ঘটেছে।

মানবিক দায়িত্ববোধ থেকে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য একটি নতুন ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী দলটি নিজেদের তত্ত্বাবধানে একটি চার চালা টিনের ঘর তৈরি করে দেন পরিবারটিকে। গতকাল তা আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন নিহত দম্পতির সন্তান কেশব দাস।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, “মানবতার খাতিরে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। কেশব বাবুর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ।