আলাদা ঘটনায় স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুই গৃহবধূ। রাজধানীর কদমতলী থেকে কারিনার (২২) লাশ এবং কলাবাগান থেকে রুনা আক্তার মিমের (২৫) লাশ উদ্ধার করা হয়। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ দুইটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
কারিনার সুরতহাল প্রতিবেদনে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসী আক্তার জানান, কারিনার বাবার নাম ইকবাল হোসেন। তার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ। কদমতলীর হাজী লাল মিয়া সরদার রোডের একটি বাড়ির ৬ষ্ঠ তলায় স্বামীর সঙ্গে থাকতেন। স্বামী শহীদুল ইসলামের সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়ার পর শুক্রবার ওই বাসায় ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।
অন্যদিকে রুনা আক্তার মিমের সুরতহাল প্রতিবেদনে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডু জানান, রুনার বাবার নাম মৃত আসাদ সরকার। বাড়ি খুলনার ডুমুরিয়া। স্বামীর নাম সজীব রহমান। দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় থাকতেন। স্বামীর সঙ্গে ঝগড়াঝাঁটির পর শুক্রবার কলাবাগানে আল আমিন রোডের একটি বাড়ির ৪র্থ তলায় মায়ের বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। রাতে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শাহজালালে অবৈধভাবে আনা ১১৭ মোবাইল জব্দ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি ও চীনা নাগরিকদের কাছ থেকে ১১৭টি মোবাইল জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল শনিবার চীন থেকে আসা ইউএস বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের তারা যাত্রী ছিলেন।
ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তা বরুণ দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মোবাইলের একটি চালান রাজস্ব ফাঁকি দিয়ে বিমানবন্দর থেকে বের করার চেষ্টা করা হবে। পরে আমাদের প্রিভেনটিভ টিম, রেগুলার কাস্টমসের কর্মকর্তারা সতর্ক অবস্থান নেন। ফ্লাইট দুটি অবতরণের পর আমরা যাত্রীদের শনাক্ত করি। পরবর্তী সময়ে ইউএস বাংলার যাত্রী ৫ চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তাদের দেহের বিভিন্ন জায়গায় অভিনব পন্থায় আনা ৯৮টি বিভিন্ন ব্র্যান্ডের দামি মোবাইল জব্দ করা হয়।
বরুণ দাস বলেন, একই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩ জন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ১৯টি মোবাইল জব্দ করা হয়।
কাস্টমসের এই কর্মকর্তা বলেন, শুল্ক ফাঁকি দিয়ে বিটিআরসির অনুমতি ছাড়াই মোবাইল আনার চেষ্টা করছেন কিছু যাত্রী। আমাদের কর্মকর্তারা এ বিষয়ে সতর্ক। পাশাপাশি জব্দ করা মোবাইলের বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে ছিনতাইকারী গ্রেফতার : সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপস্থিত লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, গতকাল দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে ধরে উপস্থিত লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে বলেও জানান ওসি।