দক্ষিণাঞ্চলের শীর্ষ অনলাইন জুয়ারী সাবেক ছাত্রলীগ নেতা ও পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মো. আরাফাত হোসেন স্বপ্নীল (৩৫) কে কারাগারে পাঠানো হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা স্বপ্নীলকে সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত ৪ এপ্রিল এ মামলাটি পাইকগাছা থানায় দায়ের হয় (মামলা নং-১০, ধারা হচ্ছে ৩৩(২)/২৭(২)/৩৩, সাইবার নিরাপত্তা আইন-২০২৩)। এর আগে বৃহস্পতিবার বেলা ২ টার দিকে পৌর সদরস্থ আল-মদিনা হোটেলের নীচ থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। এর আগে জনতা হাতে ধরা পড়েন তিনি। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হলে একদিনের রিমান্ড চেয়ে শুক্রবার আদালতে সোর্পদ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, থানা হেফাজতে জিজ্ঞাসাবাদকালে স্বপ্নীল সেন্টু সম্পর্কে তথ্য দিলে পুলিশ নড়েচড়ে বসেছেন। আরাফাত হোসেন স্বপ্নীল চাঁদখালী ইউনিয়নের গজালিয়া-কালুয়ার রুহুল আমিন সরদারের বড় ছেলে। তিনি সাতক্ষীরা পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু’র ছত্রছায়ায় অবৈধ এ ব্যবসা শুরু করেন স্বপ্নীল। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের সাথে সুসম্পর্ক থাকায় কেউ ভয়ে মুখ খোলার সাহস পায়নি তৎকালীন সময়ে। জানাতেও পারেনি প্রতিবাদ। স্বপ্নীলের অনলাইন (বেটিং সাইড) জুয়ার নাম হচ্ছে ‘ওয়ানএক্স বেট’ (1XBET)।
মামলার তদন্ত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই বাবলা জানান, এ মামলায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপ্নীল অনেক তথ্য দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার অনলাইন জুয়ার হোতা সুপার মাস্টার এজেন্ট আরাফাত হোসেন স্বপ্নীল বৃহস্পতিবার মোটর সাইকেলযোগে খুলনা থেকে সড়ক পথে পাইকগাছার উদ্দেশ্যে রওনা দেয়। বেলা ২ টার দিকে পৌরসভার চারাবটতলা নামকস্থানে পৌঁছালে তার পুর্বপরিচিত স্থানীয় জাহিদুর রহমান সেন্টু নামক এক ব্যক্তি স্বপ্নীলকে রাস্তার উপর দাঁড় করিয়ে কথা বলতে থাকেন। এ সময় বেশকিছু লোকজন ঘটনাস্থলে জড়ো হলে জটলা সৃষ্টি হয়। এক পর্যায়ে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত টের পেয়ে স্বপ্নীল তার পুর্বপরিচিত সবুজ নামে এক যুবককে সাথে করে মোটরসাইকেলে আল মদিনা হোটেলের নীচে আসেন। এরই মধ্যে জনতার হাতে ধরা পড়েন তিনি। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়।