লালমনিরহাট সংবাদদাতা : মাত্র ১০ টাকার টোল নিয়ে লালামনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় হামলা হয়। এতে ৩জন টোল আদায়কারী কর্মচারী আহত হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত ৯টার দিকে তিস্তা টোল প্লাজায় এ হামলার ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় আহত টোল আদায়কারী কর্মচারীরা হলেনঃ- লালমনিরহাট পৌরসভার মাহফুজার রহমান (২৮), আলোরুপা মোড় বসুন্ধরা এলাকার জুয়েল রানা (২৬) ও মোস্তফিরহাট এলাকার ফজলুর রহমান (২৫)।
একটি সুত্র জানান, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজার রাজু আহমেদের সাথে তিস্তা টোল প্লাজার কর্মচারী ফুল মাহমুদের মাত্র ১০ টাকার টোল আদায় নিয়ে বাকবিতন্ডা হয়। এরপর বুধবার রাতে দলবলসহ তিস্তা টোল প্লাজায় এ হামলা চালান। এতে ৩জন টোল আদায়কারী কর্মচারী আহত হন। পরে তাদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে গোক্ন্ডুা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ এটি একটি ষড়যন্ত্র। তিস্তা টোলপ্লাজায় হামলার ঘটনার সাথে আমি জড়িত নই।
টোল প্লাজায় দায়িত্বরত পুলিশের সাব-ইনস্পেক্টর রওশন আলী জানান, দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এসময় লুটপাটের মত কোনো ঘটনা ঘটেনি। সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে। এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলতে পারছি না।