ফেনী থেকে প্রকাশিত দৈনিক এবেলা পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত “গোপন একাউন্ট খুলে যাকাতের টাকা সহ কোটি কোটি টাকা লুটপাট” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কল্পনা প্রসূত ও উদ্দেশ্যমূলক। সংবাদে উল্লেখ করা হয়েছে, ‘পরিচালনা পরিষদের এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়েছে’। বাস্তবে উক্ত সংবাদ সম্মেলনে পরিচালনা পরিষদের কেউ ছিলেন না। সংবাদ সম্মেলনের আয়োজক এবং বক্তব্য প্রদানকারী ডঃ বেলাল সাহেব বহু বছর মাদরাসা পরিচালনা পষর্দের সহ-সভাপতি ছিলেন। যে সব বানোয়াট অভিযোগ করা হয়েছে সবই তাঁর সময়ের, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তিনি তখন কেন এসব অভিযোগ করেননি? নাকি তিনিও এসব লুটপাটের সাথে জড়িত ছিলেন? বাস্তবতা হচ্ছে তিনি নিজেও জানেন এসব অভিযোগ কাল্পনিক ও ভিত্তিহীন। তিনি ফ্যাসিস্ট এর দোসর হওয়ার পরও আবারও নিজে এবং তাঁর দুই পুত্রকে পরিচালনা পর্ষদের সদস্য করতে চেয়ে না পেরে এসব কল্পনা প্রসূত অভিযোগ তুলে মাদরাসার সুনাম ক্ষুন্ন করার খেলায় মেতেছেন। এই কথাগুলো তাঁর আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মানিত সাংবাদিকরাই তাঁকে বলেছেন। তখন তিনি তাঁর বিরুদ্ধে করা এসব অভিযোগের কোন সদুত্তর দিতে পারেননি। এবেলা পত্রিকায় প্রকাশিত সংবাদে সত্যের লেশমাত্র নেই। আমরা উক্ত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের পূর্বে সত্য মিথ্যা যাচাই বাছাই পূর্বক অভিযুক্তের সাথে কথা বলে সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করছি।
এলাকাবাসীর পক্ষে :
১. বেলায়েত হোসেন চৌধুরী হারুন, সমাজসেবী।
২. মোহাম্মদ আলমগীর হোসেন,
প্রাক্তন ছাত্র ও সভাপতি, কামু ভূঁইয়া সমাজ, ফাজিলপুর।
৩. ফয়েজ আহমদ নশা, বীর মুক্তিযোদ্ধা।
ফাজিলপুর, ফেনী সদর, ফেনী।