সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামে বজ্রাঘাতে মিলন শেখ (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

মিলন শেখ কামারখন্দ উপজেলার জামতৈল এলাকার স্থায়ী বাসিন্দা হলেও তিনি কল্যাণী গ্রামে বসতবাড়ি তৈরি করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, ঘটনার সময় বৃষ্টির মধ্যে মিলনের ছেলে বাড়ির পাশে ফুটবল খেলছিল। ছেলেকে ঘরে ডাকার জন্য মিলন বাইরে বের হলে হঠাৎ বজ্রপাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।