রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : সরকারি প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গত ৩০ জুলাই তিন শতাধিক কিন্ডারকাগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা এ মানববন্ধনে অংশ নেয়। বিষয়ভিত্তিক শিক্ষা, সরকারি ও বেসরকারি সকল শিক্ষার্থীর অধিকার এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা পরিবারের সমন্বয়ক মনিরুল হক মনির।

লালপুর (নাটোর): বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনের প্রতিবাদে মানববন্ধন করেছে।

লালপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তারা বলেন, “We want justice, no discrimination”। বক্তারা বলেন, সরকারের এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক এবং এটি তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।

রাজৈর (মাদারীপুর) : রাজৈর উপজেলার টেকেরহাট গোলচত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজৈর উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা। ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কেজি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণের সুযোগ দেয়ার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জীবননগর (চুয়াডাঙ্গা): সংবাদদাতা: জীবননগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ): প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন সহ বেসরকারি বিদ্যালয় গুলোকে বাদ দেয়ার প্রতিবাদে ফুলবাড়ীয়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি শহরের পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলী অংশগ্রহণ করেন।