বাহুবল (হবিগঞ্জ) সংবাদাতা : হবিগঞ্জের বাহুবল উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে মিরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত নাগরিক ফোরাম। গ্যাস সংযোগের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে ১ অক্টোবর স্বারকলিপি প্রদান করে বাহুবলের স্থানীয় এ সংগঠন । কিন্তু দাবি বাস্তবায়নের কোন উদ্যোগ পরিলক্ষিত না হওয়ায় সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবলের মিরপুর চৌমুহনায় রবিবার সকাল ১১ টায় মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে আশপাশের সবকটি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করে।

এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্র শিবিবের সাবেক সভাপতি মীর জমিলুন্নবী ফয়ছল, আলহাজ্ব হোসাইন মোঃ শামীম, ছাত্র প্রতিনিধি তোফায়েল আহমেদ, মিনহাজ ছাহাম, ফয়ছল আহমেদ, হাফেজ বজলুর রহমান, নবীর হোসেন হৃদয়, হাফিজুর রহমান শাওন, কাওছার আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়নের উদ্যোগ না নিলে রশিদপুর গ্যাসফিল্ডের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ডের ৭টি কুপ হতে দৈনিক প্রায় ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয় এবং সেখান থেকে দৈনিক প্রায় ৮ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কিন্তু বাহুবল উপজেলাবাসী গ্যাস ব্যবহার থেকে বঞ্চিত। এক যুগ ধরে বন্ধ রয়েছে নতুন গ্যাস সংযোগ। মূলত গুটিকয়েক এলপিজি (বোতলজাত গ্যাসের সিলিন্ডার) ব্যবসায়ীর স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়।