মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে গৃহবধু হত্যা নিয়ে নানা জল্পনাকল্পনা চলছে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে প্রকাশ কুষ্টিয়া জেলার মেয়ে মিতা খাতুন (২৩) এর বিয়ে হয় গত ৩ বছর আগে মহেশপুর উপজেলার বাকোসপোতা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বিলায়েত হোসেন বিল্টুর (২৭) এর সাথে। তাদের ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে স্বামী স্ত্রী এক ঘরে ঘুমায়। সকালে মহেশপুর থানায় খবর দেওয়া হয় মিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহে মর্গে পাঠিয়েছে। মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে লাশ বারান্দায় চৌকিতে সোয়ানো আছে। পুলিশের সন্দেহ হলে লাশ নিয়ে আসা হয় ময়না তদন্তের জন্য। এদিকে এলাকা বাসী জানায় মেয়েটির পাশের গ্রামে তার বোনের বাড়ি পারিবারিক কলহের কারণে সে বোনের বাড়িতে চলে যায়। রাতে তাকে বোনের বাড়ি থেকে নিয়ে আসা হয়। আর রাতেই তার রহস্য জনক মৃত্যু হয়। মেয়ে পক্ষের দাবী করছে মিতাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এলাকায় প্রচার রয়েছে গৃহবধূকে স্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। বেশ কিছু দিন যাবদ তাদের পারিবারিক কলহ চলে আসছিলো। গৃহবধুর মিতার মৃত্যু নিয়ে রহস্য। হত্যা না আত্মহত্যা এই নিয়ে এলাকায় জল্পনাকল্পনা চলছে।