পঞ্চগড়ের বোদা উপজেলার ৪নং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের জামায়াতের সাবেক আমীর, সাবেক উপজেলা শূরা সদস্য এবং আমতলা বড়জুম’আ মসজিদের খতিব, সংগঠনের সদস্য (রুকন) মোখলেসুর রহমান শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ২টায় অসুস্থ অবস্থায় নিজ বাড়ীতে ইন্তিকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর । তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মোখলেসুর রহমানের ইন্তিকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করে পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা মো: ইকবাল হোসাইন এক শোক বার্তা দিয়েছেন।

শোকবর্তায় তিনি বলেন, জনাব মোখলেসুর রহমানের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ কর্মীকে হারালাম। তিনি ফ্যাসীবাদী শাসন চলাকালীন সময়ে অনেক বাধা বিপত্তির মুখেও ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং আল্লাহ তায়ালার কাছে তাঁর সকল ভালো কাজ কবুল করার ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁকে ক্ষমা করে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দিন।