জয়পুরহাট সংবাদদাতা : “টেকসই উন্নয়ন পর্যটন” এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, চেম্বারের পরিচালক এম.এ করিম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, জয়পুরহাট রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিক, এনসিপি'র প্রতিনিধি ওমর আলী, বেসরকারী সংস্থার প্রতিনিধি পিয়াস, আদিবাসী নেতা রতন কুমার সিংহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জেলার স্থানীয় পর্যটন কেন্দ্র গুলোকে উন্নয়ন করা, পর্যটকদের নিরাপদ আবাসন ব্যবস্থা তৈরিসহ পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণেও সচেতনতা বাড়াতে হবে।