সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতাঃ দৈনিক আমার দেশ পত্রিকা সহ কিছু অনলাইনে “সীতাকুণ্ডে মাইকে ঘোষনা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করলেন এলাকাবাসী” শীর্ষক নিউজ সীতাকুণ্ড উপজেলা জামায়াত নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়েছে। নিউজটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও পরিকল্পিত। সৈয়দপুর ইউনিয়নে এক শিল্পপতি কেনা জমিতে কিছু শ্রমিক কাজ করতে গেলে কিছু স্থানীয় চাঁদাবাজ কাজ করতে না দিয়ে শ্রমিকদের চলে যেতে বললে কিছু বাকবিতন্ড হয়। এতে জামায়াত নেতৃবৃন্দের কোন সম্পৃক্ততা ছিলনা । নিউজে সাবেক কমিশনার রায়হান কে জড়িয়ে কিছু কল্পকাহিনী লিখা হয়। জামায়াত নেতা রায়হান সাংবাদিকদের জানান তিনি ঐধরনের কোন ঘটনার সাথে জড়িত নন। তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেনে। সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমান ও সেক্রেটারী মোঃ তাহের জানান সৈয়দপুরের তুচ্ছ একটা ঘটনা তিলকে তাল করে জামায়াতকে জড়িয়ে আমার দেশ ও ইনকিলাবসহ কয়েকটি পত্রিকায় মিথ্যা প্রতিবেদন দিয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে ঐদিন সৈয়দপুরে এক শিল্প পতির ক্রয়কৃত জমিতে কিছু শ্রমিক কাজ করতে গিয়ে স্থানীয় চাঁদাবাজ চক্রের কারনে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। এখানে জামায়াত বা এলাকাবাসী এধরনের ঘটনার সাথে জড়িত নই।
গ্রাম-গঞ্জ-শহর
জামায়াতকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ
দৈনিক আমার দেশ পত্রিকা সহ কিছু অনলাইনে “সীতাকুণ্ডে মাইকে ঘোষনা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করলেন এলাকাবাসী”