কালিয়াকৈর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈরে জনসম্মুখে ধূমপান করার অপরাধে সাব-রেজিস্ট্রার অফিসের পিয়নসহ পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এ ঘটনা ঘটে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।

জানা যায়, গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈর দুই জায়গায় দায়িত্ব পালন করে আসছেন সাব-রেজিস্ট্রার কর্মকর্তা ওসমান গনি। ঘটনার দিন তিনি কালিয়াকৈর অফিসে দায়িত্ব পালনকালে অফিস কক্ষ থেকে বের হয়ে পশ্চিম পাশে কয়েকজনের সঙ্গে ধূমপান করছিলেন।

এ সময় সেবা নিতে আসা একাধিক ব্যক্তি সাব-রেজিস্ট্রার কর্মকর্তার এমন আচরণে অসন্তুষ্ট হয়ে সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজকে বিষয়টি জানান। তিনি সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে ধূমপানরতদের হাতেনাতে আটক করেন।