রংপুর অফিস, তারাগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন- সকল রাজনৈতিক দলের সম্মতিতে যে জুলাই সনদের স্বক্ষর হয়েছে দেশের ইতিহাসে তা যুগান্তকারী ঘটনা। এটি বাস্তবায়ন হলে এর মাধ্যমে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার এবং হারানো ভোটের অধিকার ফিরে পাবে। ফলে আগের মত দিনের ভোট রাতে হবে না। ব্যালট বাক্স ছিনতাই করার সুযোগ থাকবে না। এজন্য জুলইি সনদকে আইনে পরিনত করতে হবে। এর সফল বাস্তবায়নের লক্ষ্যে জনগণের ম্যান্ডেট নিতে গণভোট দিতে হবে। তিনি গতকাল ২৯শে অক্টোবর বুধবার বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় ভীমপুর দারুস সুন্নাত দাখিল মাদরাসা প্রাঙ্গনে স্থানীয় ইউনিয়ন শাখা আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর আলমপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আক্কাছ আলী সমাবেশে সভাপতিত্ব করেন।
এটিএম আজহারুল ইসলাম রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কাজী পাড়ায় স্থানীয় কাজীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কাজী ইলিয়াছ আরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর স্থানীয় ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত পৃথক সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে এটিএম আজহারুল ইসলাম বিকেলে জামায়াতে ইসলামীর আলমপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে উপজেলার সয়ার ইউনিয়নের কাজী পাড়ায় স্থানীয় খেলার মাঠে আয়োজিত ফুটবল প্রতিেিযাগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসব সমাবেশে জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, মোহাম্মদ আতিয়ার রহমান এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
সমাবেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, আগামীতে জনগন যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, এবং আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে বদরগঞ্জ-তারাগঞ্জ এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কারিগরী শিক্ষার ব্যাবস্থাসহ স্বস্থ্য সেবা এবং এলাকার স্কুল, কলেজ, মাদরাসার কল্যানে কাজ করবো ইনশায়াল্লাহ। আমরা সমাজ ও রাষ্ট্রে আল্লাহর র্নিদেশিত পথে সততার সাথে জনগনের আমানত সঠিক ভাবে সংরক্ষন ও ব্যবহার করবো। তিনি আগামী নির্বাচনে দেশ এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠারে লক্ষ্যে ইসলামী শক্তির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
সব সমাবেশে এলাকাবাসীর উদ্যেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, অনেক দল আর নেতা দেখেছেন, এবার জামায়াতে ইসলামীকে নির্বাচিত করে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে পরীক্ষা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের ভোটদিয়ে র্নিবাচিত করলে সরকারী বরাদ্দের আমানত জনগনের কল্যানের কাজে ব্যাবহার করবো ইনশায়াল্লাহ।