জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় শহীদ আবুল হোসেনের লাশ তুলে পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে জুলাই শহীদের তালিকায় গেজেটভুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বাকি দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ প্রসঙ্গে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে দুজনকে প্রথমে শনাক্ত করা সম্ভব হয়নি। পাঁচজনকে শনাক্তের পর আমরা তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ দাখিল করেছিলাম। একজনকে শনাক্তকরণের বাকি ছিল। তার নাম আবুল হোসেন। তবে ডিএনএ পরীক্ষার পর লাশ শনাক্ত করেন নিহতের স্ত্রী লাকি আক্তার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তোলার অনুমতি দেন ট্রাইব্যুনাল।

আবুল হোসেনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। গত বছরের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে তার লাশ পুড়িয়ে দেয় পুলিশ। তাৎক্ষণিক পরিচয় না মেলায় অজ্ঞাত হিসেবে আবুল হোসেনকে আশুলিয়ায় আম বাগান গোরস্থানে দাফন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ট্রাইবুনালে আবেদন করে নিহতের পরিবার।