কুয়েট শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ভিসির বাসভবনে পুনরায় তালা লাগানোর। কর্মসূচি পালনের লক্ষ্যে তারা দুপুর ১২ টায় ভিসির বাসভবনের সামনে উপস্থিত হয়। এ সময় তারা হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে বলেন, আমরা পাঁচ মিনিট সময় দিচ্ছি, ভিসির বাসভবনে কেউ থাকলে বের হয়ে আসুন, এরপর তালা লাগিয়ে দেয়া হবে।
এভাবে বেশ কয়েকবার হ্যান্ড মাইকে ঘোষণা দিতে থাকে তারা। এর ১০/১২ মিনিট পর শিক্ষার্থীরা যখন ভিসির বাসভবনের প্রধান ফটকের তালা লাগাতে যায় তখন ভিতরে থাকা বেশ কয়েকজন শিক্ষক প্রধান ফটকের সামনে এসে দূরে থাকা শিক্ষার্থীদের সামনে আসার আহ্বান জানান।