চুয়াডাঙ্গা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর বিশিষ্ট কর আইনজীবী রুহুল আমীন বলেছেন, আগামী জাতীয় সাংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সমাজের পিছিয়ে পড়া অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকবো। আমরা জনগনের নির্বাচিত প্রতিনিধি হবো, আমাদের সাক্ষাৎ পাবার জন্য টিকিট কেটে অনুমতি নিয়ে দেখা করতে আসতে হবে না। আমরা মহান আল্লাহপাকের দ্বীন জমিনে কায়েম করতে আল্লাহর দেওয়া বিধান অনুসারে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে নিজেরাই সব সময় জনগণের সাথে থাকব ইনশাআল্লাহ! এসময় তিনি আরো বলেন একটি দল প্রচারণা চালাচ্ছে জামায়াতকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এ কথা আমরা বলিনা। জামায়াতে ইসলামী জান্নাতের মালিক নয়, আমরা মহান আল্লাহ পাকের বিধান অনুসারে নিজেরা চলার চেষ্টা করি এবং জান্নাতের পথ দেখায়।

সম্প্রতি দামুড়হুদা স্টেডিয়াম মাঠে আগামী জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের দামুড়হুদা উপজেলার শাখার আয়োজনে চালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপজেলার শতশত ভ্যান, ইজিবাইক, অটো, নসিমন, করিমন, আলমসাধু, ট্রাক্টরসহ অন্যান্য যানবাহনের চালকবৃন্দ উপস্থিত ছিলেন।

দামুড়হুদা উপজেলা জামাতের আমীর নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামান। উপজেলা জামায়াতের সেক্রেটারী আবেদ-উদ-দৌলা টিটনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি আবুল বাশার, যুব সভাপতি মাওলানা আব্দুল খালেক, তালিমুল কুরআনের সভাপতি মাওলানা ইখতিয়ার রহমান, কর্ম পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান, দামুডহুদা সদর ইউনিয়ন আমীর মাওলানা আবুল কাশেম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা আবু হানিফা, হাউলী ইউনিয়ন আমীর ওবায়দুল হক, নতিপোতা ইউনিয়ন আমীর ইসমাইল হোসেন, জুড়ানপুর ইউনিয়ন আমীর শামীমুল হক, দামুডহুদা সদর ইউনিয়ন সেক্রেটারী মাওলানা ইমরুল হাসান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন সেক্রেটারী সামসুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন সেক্রেটারী রাশেদুল ইসলাম ও জুড়ানপুর ইউনিয়ন সেক্রেটারী রাশেদুল ইসলাম প্রমুখ।