মঈন উদ্দীন ডুমুরিয়া খুলনা থেকে : ডুমুরিয়ায় অনুকূল আবহাওয়ার কারণে প্রাকৃতিক মাল্টিভিটামিন খ্যাত সজিনাডাঁটার বাম্পার ফলন হয়েছে এবছর। সড়ক মহাসড়কের দুপাশে, কৃষি ক্ষেতের আইল, পুকুর মৎস্য ঘের, খাল বিল, নদীর দুই পাশে, বাড়ির আঙ্গিনায়, স্কুল কলেজ, মাদ্রাসা মাঠে ও বিভিন্ন পতিত জমিতে সজিনা গাছে বাতাসে দুলছে সজিনাডাঁটা। কিছু কিছু সজিনাডাঁটা ডাটা বাজারে উঠতে শুরু করেছে তবে দাম একটু বেশি হলেও ক্রেতার চাহিদাও অনেক।