এম তরিকুল ইসলাম মাহবুব লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের লৌহজেং উপজেলার পদ্মা সেতুর উত্তর থানা এলাকার মেদিনী মন্ডল ইউনিয়নের উত্তর মেদিনীমন্ডলে একটি বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে ঐ এলাকার আবদুল বাকি পাতার বাড়িতে ঘটে এ ডাকাতির ঘটনা।ডাকাতরা এ সময়ে লুটে নেয় নগদ টাকা ওস্বর্নালংকার। বাড়ির মালিকের ছেলে আসাদুজ্জামান রনি জানান ৮ জনে শঙ্খবদ্ধ দল বাড়িতে গ্রিল কেটে ঢুকে আমার ও স্ত্রী হাত ও পা বেদে প্রায় ৭ ভরি স্বর্ণ, নগদ প্রায় ৭০ হাজার টাকা, মোবাইল ও ডেবিট কার্ড লুট করে নিয়ে যায় ডাকাতরা। পদ্মা সেতু উত্তর থানার ওসি মো:জাকির হোসেন জানান ডাকাতরা ঘরের গ্রিল কেটে প্রবেশ করে নগদ টাকা ও স্বান লুটে নেয়।তবে মোবাইল নিতে পারেনি এর লোকেশন ঘটনাস্থলের আসে পাশে দেখাচ্ছে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বসত বাড়িতে ডাকাতি ॥ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
মুন্সীগঞ্জের লৌহজেং উপজেলার পদ্মা সেতুর উত্তর থানা এলাকার মেদিনী মন্ডল ইউনিয়নের উত্তর মেদিনীমন্ডলে একটি বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে ঐ এলাকার