নাটোর–৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম সরকারি কলেজে গিয়ে চলমান ক্লাস ও পরীক্ষা বন্ধ করে শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এবং সেখানে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় কলেজে শিক্ষার্থীদের জন্য খিচুড়ি ভোজেরও আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আব্দুল আজিজ কলেজে পৌঁছান। তখন কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ব্যবহারিক পরীক্ষা চলছিল। কলেজে প্রবেশের পর তিনি অধ্যক্ষ আব্দুল্লাহ আল হেলাল বাকীর কক্ষে যান। পরে তাঁকে বিশেষ চেয়ারে বসিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করতে দেখা যায়। এরপর তিনি কলেজের বিজ্ঞান বিভাগের একটি বড় কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। প্রায় এক ঘণ্টা পর তিনি কলেজ ত্যাগ করেন।

কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইদুল ও ফারুক বলেন, ‘আমাদের আইসিটি ব্যবহারিক পরীক্ষা ছিল।  বিভাগীয় প্রধান নজরুল ইসলাম স্যার খিচুড়ি খাওয়ার আয়োজন করেন।

 এ সময় এমপি প্রার্থী আব্দুল আজিজ কলেজে এসে শতাধিক শিক্ষার্থীর সঙ্গে সভা করেন এবং নির্বাচন নিয়ে কথা বলেন।’ অধ্যক্ষ আব্দুল্লাহ আল হেলাল বাকী বলেন, ‘তিনি হঠাৎ করেই কলেজে আসেন এবং শিক্ষকদের সঙ্গে কুশলবিনিময় করেন। কোনো খাওয়া–দাওয়া হয়নি, বড় কোনো আলোচনা হয়নি। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন কি না, আমি জানি না।’

বিএনপি প্রার্থী আব্দুল আজিজ বলেন, ‘আমার দুজন আত্মীয় ওই কলেজে চাকরি করেন। তাঁদের সঙ্গে দেখা করতেই সেখানে গিয়েছিলাম। কোনো সভা করিনি, খিচুড়ি ভোজেও অংশ নিইনি।