মৌলভীবাজারে মনু নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সদর উপজেলার মনু নদীর কামালপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে তাৎক্ষণিক ঐ দুজনকে এ সাজা দেয়া হয়। মনু নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন। আটকৃত রুহেল মিয়া ও সোহেল মিয়া আপন দুই ভাই। তারা সিলেটের ওসমানী নগর উপজেলার আব্দুস শহিদের পুত্র। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান ঐ জায়গায় রাতের বেলা অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বালু উত্তোলন হচ্ছে এমন খবর পেয়ে সরেজমিনে গিয়ে ঐ দুজনকে পেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। বালু তোলার ড্রেজার মেশিনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ড্রেজার মেশিনও জব্দ করতে চেয়েছিলাম কিন্তু দুই ইজারাদার জেলা প্রশাসকের কাছে গিয়ে বলছেন মেশিন তাদের। এখন জেলা প্রশাসক যে সিদ্ধান্ত দেবেন মেশিনের বিষয় সেটি গৃহীত হবে।