কাপ্তাই সংবাদদাতা : মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণের মধ্য দিয়ে, ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক পরিচালিত, কাপ্তাই সেনা জোনের তত্ত্বাবধানে কাপ্তাই শিশু নিকেতন বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মহান বিজয় দিবস উদযাপন শেষে জোন কমান্ডার্স স্কলারশিপ ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান (১৬ ডিসেম্বর) শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রণজয়ী ৩৮ বীর জোন কমান্ডার লেঃকর্নেল মোঃ নাজমুল কাদির শুভ-পিএসসি। অনুষ্ঠানে কাপ্তাই শিশু নিকেতন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিজয় দিবসে কুচকাওয়াজ এবং মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন শেষে প্রধান অতিথি জোন কমান্ডার্স স্কলারশিপ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।