বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম বলেছেন; জামায়াতে ইসলামী মানবতার একটি মুক্তি আন্দোলন। একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল দেশপ্রেমিক নাগরিক আজ জামায়াতের পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে।

গত শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি পৌরসভা ও দৌলতপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত পৃথক পৃথকভাবে

দু’টি শিক্ষাশিবিরে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন। বেলকুচি পৌরসভা আমীর মাওঃ গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি ডাঃ সেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবির ও কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন;বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর মোঃ আলী আলম, সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল,উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম।

অন্যান্যো’র মাঝে আরো বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আবুল হোসাইন ভূঁইয়া, দৌলতপুর ইউনিয়ন আমীর মাওঃ সাইদুল ইসলাম মোতাহার ও সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ।

জামায়াত নেতৃবৃন্দ, দ্বীন কায়েমের সঠিক পথ শহীদি কাফেলা:বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আল্লাহর কবুলিয়াতকৃত সংগঠন হিসেবে উল্লেখ করে,আখেরাতে নাজাতের জন্য নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়নের মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েমের পথে দ্বীপ্ত পদভারে সকলকে এগিয়ে আসার ও ভূমিকা রাখার উদাত্ত আহবান জানান।