গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার এবং এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করায় স্থানীয়ভাবে টঙ্গী পশ্চিম থানা পুলিশের তৎপরতা প্রশংসিত হয়েছে।
পুলিশ জানায়, আরিফ চৌধুরী বাড়ির ভাড়াটিয়া ও বাদী মোঃ সুন্দর আলী (৪০) থানায় মৌখিকভাবে জানান তাঁর শ্যালক মোঃ রাসেল মিয়া (২৫)-কে আউচপাড়া মোল্লাবাজার এলাকার পাকা রাস্তা থেকে দুর্বৃত্তরা শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা ফোন করে রাসেলের পরিবারের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনা জানার পরপরই উপ-পুলিশ কমিশনার (অপরাধদক্ষিণ), জিএমপির দিকনির্দেশনায় টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশ প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান শুরু করে।