বিএনপির হামলায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রেজাউল করিম (৪২) নিহত হয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে শেরপুর–৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হন মাওলানা মোহাম্মদ রেজাউল করিম।
হামলার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ ঘটনায় শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।