নওগাঁর মান্দার ৭নং প্রসাদপুর ইউপি চেয়ারম্যান আবদুল মতিনের বাসার ভাড়াটিয়া মাষ্টার মামুনের নিচতলা কক্ষে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। চোর এ সময় নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা ও স্বর্ণের একটি আংটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। গত মঙ্গলবার গভীর রাতে চুরির এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় চুরির আহত ছড়িয়ে পড়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার প্রসাদপুর ইউপি’র গোবিন্দপুর বাজারের মুদি দোকানদার ফেরদৌস, ও গোবিন্দপুর যুব উন্নয়ন ক্লাবের সদস্য বকুলসহ তিনজন মিলে গত মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ১১ টার দিকে প্রসাদপুর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন মণ্ডলের উপজেলা সদরের বিজয়পুরস্থ বাসার দোতলায় ক্লাবের বিষয় নিয়ে তিনজন মিলে এসে চেয়ারম্যানের সাথে আলোচনা করেন। এক সময় ওদের মধ্যে বকুল নামে একজন গাঁজাখোর ও ছিঁচকে চোর নিচে নেমে আসে। পরে বাসার ভাড়াটিয়া মান্দা থানা আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বিএসসি গণিত বিষয়ের সহকারী শিক্ষক আল মামুন এর কক্ষের হ্যাজবোল্টের নাট খুলে ভেতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙে এক লাখ ৭৫ হাজার টাকা ও স্বর্ণের একটি আংটি চুরি করে নিয়ে যায়। তবে কক্ষের বাইরে আবার হ্যাজবোল্টের নাট না লাগিয়েই পালিয়ে যায়।