দৈনিক সংগ্রাম এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস এর মাতা করিমননেছা (৬৫) ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৮ জুলাই) ভোর ৫ টার দিকে ঢাকা বক্ষ ব্যাধি হাসপাতালে চিকিৎনাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

শুক্রবার বাদ আসর পাটকেলঘাটার খলিশখালীর ইউনিয়নের মঙ্গলানন্দকাটি গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

সাংবাদিক আবু সাঈদ বিশ্বাসের মাথার ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা।