যশোর সংবাদদাতা : যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগের চাঁদাবাজি-টেন্ডারবাজির হোতা জাহিদুল ইসলাম ডালিম অবশেষে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ সূত্র জানায়, ডালিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকা-ের অভিযোগ ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি স্থানীয় যুবলীগ নেতা দাতাল বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সে সময় টেন্ডারবাজি, সরকারি প্রকল্পের কাজ ভাগিয়ে নেয়া, চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকা-ে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি রাজনৈতিক পরিবেশ বদলে যাওয়ার পর ডালিমের ভোলবদলের অভিযোগও উঠেছে। স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে বিএনপির শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা পোস্ট দিয়ে তিনি আলোচনায় আসেন। এতে সদর উপজেলা বিএনপির নেতাদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। এ বিষয়ে সদর উপজেলা বিএনপির নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, ডালিম বিএনপির কেউ নন এবং দল বা কোনো অঙ্গসংগঠনের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা নেই। এ নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক সুবিধা নিতে এবং পরিস্থিতি নিজের পক্ষে আনার চেষ্টা করছেন ডালিম।