আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ১ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে উপসি ধানের বীজ ও সার পেলেন। গত ২২ ডিসেম্বর আদমদীঘি উপজেলা কৃষি অফিসচত্বরে এই ধান বীজ ও সার বিতরণ করা হয়। আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও সার বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম। আরো বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার সজল ইসলাম, ফারিহা তিলাত, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, শীতকালিন মাঠে চাষযোগ্য জমিতে আবাদ বৃদ্ধির লক্ষ্যে বোরো উপসি জাতের প্রণোদনা কর্মসুচির আওতায় ১১৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।