DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির টেন্ডার পেতে অফিসে হামলা জিএমসহ লাঞ্ছিত ৩

আউট সোর্সিং কর্মী নিয়োগের ঠিকাদারি কাজ বাগিয়ে নিতে খুলনার সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। তাদের হাতে লাঞ্ছিত হয়েছেন কোম্পানির জেনারেল ম্যানেজারসহ তিন কর্মকর্তা-কর্মচারী।

খুলনা ব্যুরো
Printed Edition
Default Image - DS

আউট সোর্সিং কর্মী নিয়োগের ঠিকাদারি কাজ বাগিয়ে নিতে খুলনার সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। তাদের হাতে লাঞ্ছিত হয়েছেন কোম্পানির জেনারেল ম্যানেজারসহ তিন কর্মকর্তা-কর্মচারী। চেয়ার তুলে আছাড় মারায় ফেটে গেছে মেঝের টাইলস, ঘুষি মারায় দেবে গেছে টেবিল। রোববার দুপুরে ঘটনা ঘটলেও বাইরে জানাজানি হয় রাতে।

জানা গেছে, নগরীর সোনাডাঙ্গার ২১৮, এম এ বারী সড়কে সুন্দরবন গ্যাস কোম্পানির অবস্থান। সম্প্রতি কোম্পানিতে ১৪৮ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগের জন্য টেন্ডার আহ্বান করা হয়। ঘোষণা অনুযায়ী ৪ মার্চ পর্যন্ত সিডিউল বিক্রি হবে। ৫ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত জমা এবং সাড়ে ১২টায় টেন্ডার ওপেন করা হবে। খুলনার সোনাডাঙ্গাস্থ অফিস এবং ঢাকার কারওয়ান বাজারস্থ পেট্রোসেন্টার থেকে সিডিউল বিক্রি হলেও জমা নেওয়া হবে শুধুমাত্র খুলনায়। সিডিউলের দাম নির্ধারণ হয়েছে ৫ হাজার টাকা। টেন্ডারে অংশগ্রহণকারীকে সিকিউরিটি হিসেবে জমা দিতে হবে ১৮ লাখ টাকা। টেন্ডার আহবান করেছেন কোম্পানির জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) শাহ আলম মোল্লা।