শাহবাগ থেকে বাংলামটর রাস্তার উভয় পাশে আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বিতরণ লাইন স্থানান্তরের কাজ করা হবে জানিয়েছে তিতাস গ্যাস।
খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেলা ১১ টা থেকে ৪টা পর্যন্ত ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি।