শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, প্রশাসন ও অর্থ, এবং ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরের সদর, কোনাবাড়ী ও গাছা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি পূজায় আগত ভক্ত-অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মণ্ডপে দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কুশলাদি আদান-প্রদান করেন। একই সাথে তিনি পূজা মণ্ডপের দায়িত্বশীলদের সাথে কথা বলে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পূজার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন।
ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান পূজায় আগত সবার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির আশ্বাস দিয়ে বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
এসময় তার সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার, রবিউল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।