বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর মরহুম আতাউর রহমানের ছোট ছেলে ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদের শ্যালক ইনান মোস্তাহিদ সাকিবের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল সহ মহানগরীর নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমলসমূহের পাশাপাশি মরহুমের দ্বীনের যাবতীয় খেদমত কবুল করে তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।
উল্লেখ্য, ইনান মোস্তাহিদ সাকিব (৩০) গত ৫ নভেম্বর সন্ধ্যায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি আমৃত্যু ইসলামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
গত বুধবার রাত ৯টায় ধানমন্ডি ঈদগাঁও মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দামসহ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং মহানগরী উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। আজ শুক্রবার রাজশাহীতে মরহুমের দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।