নরসিংদী রায়পুরায় অটোরিকশা চালক শাহাদাত হোসেন (১৪) কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে রোববার নরসিংদী সদর উপজেলার মোড়ে প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তাগণ দরিদ্র অটোরিকশা চালক কিশোর শাহাদাতকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানান এবং এই বর্বরোচিত হত্যাকান্ডের সাথে জড়িত সকল দুষ্কৃতিকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত ২৯ নভেম্বর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রীজের নিকট ছিনতাইকারীরা তার অটোরিকশাটি ছিনতাই করতে না পেরে তাকে গলা কেটে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, দরিদ্র পরিবারের সন্তান কিশোর শাহাদাত হোসেন। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো। পড়াশোনার পাশাপাশি মাঝে মধ্যে তার বড় ভাই ইয়াছিন হোসেন এর অটোরিকশা চালাতো। চলতি ধানকাটার মৌসুম থাকায় বড় ভাই ধানকাটায় ব্যস্ত। এসময় ছোট ভাই কিশোর শাহাদাত হোসেন তার বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে রোজগারের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা পার্শ্ববর্তী এলাকা গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রীজ সংলগ্ন সড়কের পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। আর একটু অদূরেই তার অটোরিকশা পরে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহতের ভাই ইয়াছিন জানান, ছিনতাইকারী চক্র আমার ভাইয়ের কাছ থেকে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু শাহাদাত তার রিকশাটি দিতে চায়নি, এ অবস্থায় তারা আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে নির্মমভাবে হত্যা করে। আমি এ ঘটনার বিচার চাই।
রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে না পেরে গলা কেটে চালককে হত্যা করা হয়েছে।